রাজনীতি

ছয় মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৬টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। এর আগে তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন এই জামিন আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ও বিএনপিনেতা অ্যাডভোকেট মো. আনোয়ার আজিজ টুটুল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ২৯ আগস্ট ভালুকা থানায় দুদক ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে দুই দফায় এই ৬টি মামলা করেন। ভালুকায় জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে দায়ের হওয়া এই মামলাগুলো চার্জ গঠনের জন্য প্রক্রিয়াধীন ছিল।

মামলার বিবরণের বরাত দিয়ে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল জানান, বিগত সরকারের আমলে দায়ের করা মামলাগুলো মিথ্যা, হয়রানি এবং ষড়যন্ত্রমূলক। কারণ ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না। ফলে এসব মামলার কারণে তিনি আর্থিক এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন।

এদিকে বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিচারক আসামির স্থায়ী জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d