জামালখানে বসেছে হাতে আঁকা ৫৬ কিংবদন্তির পেইন্টিং
চট্টগ্রাম নগরীর সড়কের পাশে দেশের ক্রীড়া, সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান ৫৬ জনের হাতে আঁকা ছবি স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার নগরীর জামালখান মোড়ে ‘কিংবদন্তি’ নামে ডুকো পেইন্টটির উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
এ সময় সিটি মেয়র বলেন, ‘নগর পরিকল্পনায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার জন্য কাজ করছি। সরকারি কোনো সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্যবর্ধনে কাজে লাগাবে। পরিত্যক্ত সরকারি ভূমিগুলোয় পার্ক, খেলার মাঠ, ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের বিকাশ ঘটাতে জনপরিসর বাড়াতে চাই।’
জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন জানান, নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিয় করিয়ে দিতে ৫৬ জন ক্রীড়াবিদ, সংগীতশিল্পী ও চলচ্চিত্রশিল্পীর পেইন্টিং সংযোজন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক প্রমুখ।