ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের (ডিসেম্বর) ছয় দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন। এ নিয়ে চলতি মাসের ছয় দিনে ৩ হাজার ৭৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৬২৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১১ হাজার ৩৬৮ জন। মারা গেছেন ১ হাজার ৬৪১ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯৩ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।