তারের জঞ্জালে শ্রী হারাচ্ছে নগরী, সরিয়ে নিতে কর্তৃপক্ষের নোটিশ
দেশের সবচেয়ে বাসযোগ্য, সুন্দর ও সবুজ নগরী হিসেবে ইতোমধ্যে দেশে ও দেশের বাইরে সুনাম কুড়িয়েছে রাজশাহী মহানগরী। এবার এ মহানগরীতে বিদ্যুতের পোলে ঝুলে থাকা ইন্টারনেটের তার সরিয়ে নগরীকে আরও পরিচ্ছন্ন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী সিটি করপোরেশন। তাতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের তারের জঞ্জাল দ্রুত নিজ দায়িত্বে অপসারণ করতে বলা হয়। সেই সঙ্গে আধুনিক ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ইন্টারনেট সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
অবশ্য এ বিজ্ঞপ্তির বিপরীতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, তারা দ্রুতই দেশের প্রথম স্মাট সিটি হিসেবে রাজশাহীকেই সারা দেশের মডেল হিসেবে তুলে ধরতে চান। এ পদক্ষেপ সেটিরই অংশ।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো :
‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ’
এতদ্বারা রাজশাহী মহানগরীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লার অলিগলিতে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তার ঝুলে আছে, অনেক স্থানে অতিরিক্ত তার কণ্ডুলী আকারে এবং কোথাও পাখির বাসার মতো হয়ে আছে। যত্রতত্র এইসব তারের জঞ্জালের কারণে পরিচ্ছন্ন ও সুন্দর রাজশাহী মহানগরীর সৌন্দর্য্য নষ্ট হচ্ছে।
এমতাবস্থায় এইসব তারের জঞ্জাল দ্রুত সময়ে নিজ দায়িত্বে অপসারণ এবং আধুনিক ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ইন্টারনেট সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। দ্রুত তারের জঞ্জাল অপসারণ না করা হলে সিটি কর্পোরেশন থেকে সেগুলো অপসারণ করা হবে এবং জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।