পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

পার্বত্য অঞ্চলে দূর্গম এলাকায় পিছিয়ে পড়া দরিদ্রজনগোষ্ঠী, আর্থ সমাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসা সেবা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়িতে সেনা রিজিয়নে ২০৩ পদাতিক ব্রিগেড’র আয়োজনে দীঘিনালা জোনের ৪ই বেংগলে সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বাবুছড়া ইউনিয়নের দূর্গম সোনা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র অসহায় দুস্থ উপজাতি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ সেবা উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম ওএসপি, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, সোনা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুবরাজ চাকমা প্রমুখ।

এসময় মেজর নুর নাফিজ ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী দূর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করছে। আর দূর্গম এলাকায় জনগোষ্ঠীর মাঝে শিক্ষা চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে।

চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d