দুঃসময়ে সাকিবদের পাশে তামিম ও নারী অধিনায়ক জ্যোতি
বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল সবাই জানে। খুবই খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের। অনেক সমালোচনার মাঝে সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শত অভিমান চাপা রেখেও মন থেকে দলকে সমর্থন যুগিয়ে যেতে বলেছেন। সমালোচনা নয়, বরং এই কঠিন সময়ে দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তামিম ইকবাল।
বিশ্বকাপে শীর্ষ আটে থেকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও এখন হুমকির মুখে। দলের এ কঠিন অবস্থায় সমর্থন চেয়েছেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান, ‘এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি সবাই। আমি বলব, চেষ্টা করেন এই মুহূর্তে দলের পাশে থাকতে যতটা সম্ভব। সবাই কোনো না কোনো জায়গায় হতাশা বের করে নেয়।’
সাকিবদের সমর্থনে পাশে আছেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশ দলের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি নিজের অবস্থান জানিয়ে দেন।
ক্রিকেটারদের খারাপ সময়ে তাদের পাশে থাকার কথা বলতে গিয়ে টাইগ্রেস অধিনায়ক জানান, ‘বাংলাদেশের হয়ে খেলছি তাই বলে না, অবশ্যই বাংলাদেশের অনেক বড় ফ্যান। সময় খারাপ যাচ্ছে আমি বলবো। যা-ই করতে যাচ্ছি আমরা, হয়তো আমাদের দিকে আসছে না। তার মানে কিন্তু এই না যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি না।’
‘অনেকে অনেক কথা বলবে কিন্তু একজন ক্রিকেটার ও দলের সমর্থক হিসেবে এখন আমাদের উচিত সবাইকে ব্যাক করা। তাদেরকে সমর্থন দেওয়া ও ইতিবাচক ভাইব তৈরি করা, কারণ এখনও দুটো ম্যাচ আছে আমাদের।’