চট্টগ্রাম

দুই দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’ শুরু

শৈলীর উদ্যোগে দুই দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

লেখক পাঠকের সরব উপস্থিতিতে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম।

তিনি বলেন, বইকে কেন্দ্র করে সারা বছর চট্টগ্রামকে মাতিয়ে রাখছে শৈলী প্রকাশন। সৃজনশীল বইয়ের পাশাপাশি গবেষণা ও মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বই প্রকাশেও শৈলী দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

এসব বইয়ে উঠে আসছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা। মুক্তিযুদ্ধে পুরুষদের সঙ্গে অংশ নিয়েছেন অনেক সাহসী নারী। যাদের অবদান অনস্বীকার্য।
তিনি এসব নারীর অবদান ইতিহাসে মর্যাদার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানান।

অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কবি ওমর কায়সার, ড. শ্যামল কান্তি দত্ত, সাহিত্যিক দীপক বড়ুয়া, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। সূচনা বক্তব্য দেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ।

শৈলীর প্রকাশক আয়েশা হক শিমুর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে ‘আমার বই, আমার স্বপ্ন’শীর্ষক আলোচনায় অনুভূতি জানান কবি মাহবুবা চৌধুরী, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, ছড়াকার অপু বড়ুয়া, কবি হেলাল চৌধুরী, স্মরণিকা চৌধুরী ও পুষ্পিতা সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d