জাতীয়

দুই লাশের দাবিদার ৪ জন

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত ৪১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো শনাক্ত হয়নি বাকি পাঁচজনের মরদেহ। এরমধ্যে দুটি মরদেহ নিজেদের স্বজন বলে দাবি করছেন চারজন। আজ দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মর্গে থাকা তিনটি মরদেহের জন্য এখনো কোনো স্বজন আসেনি বলে জানা গেছে।

শুক্রবার (১ মার্চ) পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা দুটি মরদেহ নজরুল ইসলাম, হাসিনা বেগম, আমিনা বেগম এবং ওয়ালিউল্লাহ নামে চারজন নিজেদের স্বজন বলে দাবি করছেন। এ দুটি মরদেহের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। আমরা স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে।

তিনি আরও জানান, মর্গে থাকা আরও তিনটি মরদেহের জন্য এখনো কোনো স্বজন আসেননি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d