জাতীয়

দুদকের মামলায় কারাগারে সাবেক এমপি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ ২০২৩ সালের ১২ এপ্রিল এ মামলা দায়ের করেন।

২০ কোটি ২২ লাখ ৩ হাজার ৬৩০ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মান্নান ছাড়াও ঋণগ্রহীতা মো. রফিক উদ্দিনসহ মোট ১৫ জনকে সেখানে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, মান্নান এবং তার কোম্পানির পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে মো. রফিক উদ্দিনের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে সেই টাকা পরিশোধ না করে গ্রাহকের পাওনা ১৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ২৫ টাকা ‘আত্মসাৎ’ করেন। সুদাসলে যার বর্তমান স্থিতি ২০ কোটি ২২ লাখ ৩ হাজার ৬৩০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d