দেড় মাস পর ভেসে উঠল রাঙামাটি ঝুলন্ত সেতু
অবশেষে দেড় মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল রাঙামাটি সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু। গত ৩ সেপ্টেম্বর ভারি বর্ষণে ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে ঝুলন্ত সেতুটির পাটাতন ডুবে যায়। এতে সেতুতে পর্যটকদের চলাচলা বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।
গত ১৯ অক্টোবর সকালে সেতুটি ভেসে উঠলে রাঙামাটি পর্যটন কর্তৃপক্ষ গতকাল শুক্রবার সকাল থেকে ঝুলন্ত সেতু পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
সরেজমিনে গেলে দেখা যায়, সেতুটি উপর দিয়ে বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা চলাচল করছেন। তবে সেতুটির পাটাতনের বিভিন্ন স্থানে কিছু কিছু পানি রয়েছে। এদিকে, ঢাকা থেকে আসা পর্যটক মো. আরিফ জানান, সেতুটি পুরানো হয়ে গেছে। যদি সেতুটি নতুন ভাবে আরো উচুঁতে তৈরি করা হয়, তাহলে পর্যটকরা ঘুরে আনন্দ পাবে। ময়মনসসিংহ থেকে রাঙামাটি ঘুরতে আসা পর্যটক উলফী বলেন, পর্যটন সেতুটিকে আরো একটু উঁচুতে তোলা প্রয়োজন যেহেতেু প্রতি বছর বর্ষা মৌসুমে পানিতে ডুবে যায়।
বগুড়া থেকে আসা আরেক পর্যটক মেহেদী হাসান জানান, এখন কাপ্তাই হ্রদে পানি ভরপুর। একেবারে ব্রিজের সাথে লাগানো। পানি শুকিয়ে গেলে ব্রিজ ঝুলে এতে তাঁর ভালো লাগে।