বিনোদন

দেশের সিনেমা হলে আজ থেকে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’

হিন্দি ছবি ‘অ্যানিমেল’ অবশেষে দেশের হলে মুক্তি পাচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দেশের সিনেমা হলগুলোতে চলবে। এমনটা জানিয়েছে ছবিটির আমদানিকারক কিবরিয়া ফিল্মসের গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু।

তিনি বলেন, বৃহস্পতিবার (আজ) দেশের ১৫টি সিনেপ্লেক্সে মুক্তি ছবিটি। আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে চলবে ৩৬টি সিংগেল স্ক্রিনে। মোট অর্ধশতাধিক সিনেমা হলে ছবিটি চলবে।

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) সেন্সর সার্টিফিকেট হাতে পায় আমদানিকারক। এর আন্তর্জাতিক ভার্সনের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ২১ মিনিট ২৩ সেকেন্ড হলেও বাংলাদেশি ভার্সনের দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫০ মিনিট।

ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড। ছবিটি বাংলাদেশে আমদানি করছে কিবরিয়া ফিল্মস। তারা গেল ২৩ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ছবিটি আমদানির অনুমতি পায়। তবে বেশ কিছু জটিলতার কারণে সেন্সর বোর্ডে রোববার (৩ ডিসেম্বর) বিকেল নাগাদ তারা ছবিটি জমা দেয়।

সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ‘অ্যানিমেল’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’।

‘অ্যানিমেল’-এর ট্রেলারে চমক দেখিয়েছেন রণবীর কাপুর। নায়ক রণবীরের হিংস্র চেহারার অ্যাকশন লুকে মুগ্ধ ভক্ত ও সমালোচকরা। সেই সঙ্গে অনিল কাপুর ও ববি দেওলকে নিয়েও নেটিজেনদের আগ্রহ তুমুল। সবকিছু বিবেচনায় সিনেবিশ্লেষকদের ধারণা, ‘ব্রহ্মাস্ত্র’র পর আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন তিনি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d