চট্টগ্রাম

দোহাজারীতে মার্কেটের ভবন ভাঙতে গিয়ে আহত ৩

চট্টগ্রামের দোহাজারীতে একটি পুরাতন মার্কেটের ভবন ভাঙতে গিয়ে দ্বিতীয় তলার ছাদ ভেঙে পড়ে শ্রমিকসহ ৩ আহত হয়েছেন। আহতরা হলেন- দেলোয়ার খান (৪০), মো. ফারুক সওদাগর (৩৫) ও পথচারী বাঁচা মিয়া (৫০)। এদের মধ্যে আহত দেলোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৬ জুলাই) দোহাজারী সদর স্কুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বাজার সমিতির সাথে ওই মার্কেট ভবনের মালিকের আগে থেকে দ্বন্দ্ব ছিল। তারা একমাস ধরে একটু ভাঙে তারপর আবার চলে যায়। এরপর আবার একটু ভাঙে আবার চলে যায়। গত একমাস তারা আমাদের ব্যবসা করতে দেয়নি। আমাদের দুইদিন সময় দিয়ে সম্পূর্ণটা ভাঙলে এই দুর্ঘটনা ঘটতো না।

ভবনের স্বত্বাধিকারী প্রকৌশলী জসিম উদ্দীন বলেন, এটি ভাঙার আগে আমি একটি বেড়া দিয়েছিলাম। কিন্তু বাজার সমিতি এটি ভেঙে দেয়। আমি সতর্কতার জন্য লাল পতাকাও দিয়েছিলাম। সকালে ভবনের দেয়াল ভাঙার সময় নিচে কয়েকজন ব্যবসায়ী আহত হন। আহতদের মধ্যে দুইজনকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আরেকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d