অন্যান্য

দ্রুতগতিতে ফাইল ট্রান্সফারের নতুন ধামাকা নিয়ে আসছে গুগল

এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পেতে যাচ্ছেন একটি উন্নত ফাইল ট্রান্সফার টুল। এটি বাজারে থাকা এখন পর্যন্ত বর্তমান ফাইল ট্রান্সফার টুলের চেয়েও অধিক শক্তিশালী ও আরও দ্রুতগতিতে ডাটা ট্রান্সফারে সক্ষম।

আর এমন উদ্যোগ নিয়েছে গুগল ও স্যামসাং। এর আগে তারা বাজারে এনেছিল ওয়্যার ওএস। এবার অন্য রকম এক সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।

গুগল তার পরিচিত নিয়ারবাই শেয়ার ফিচারকে নতুন চেহারায় এনে চমৎকার বাজার ধরে রেখেছে। এবার সেইরকম ফিচারই আসছে কুইক শেয়ার নামে।

মনে করা হচ্ছে, ফিচারের সঙ্গে আরও কিছু বাড়তি সুবিধা যুক্ত করার জন্যই গুগল এই পরিবর্তন আনতে চলেছে। তাছাড়া, অনেকেই মনে করছেন নিয়ারবাই শেয়ারের থেকে কুইক শেয়ার নাম হিসেবেও বেশি ভাল।

গত কয়েক বছর ধরেই নিয়ারবাই শেয়ার ভাল কাজ করছে। তবুও এর পরিবর্তন জরুরি ছিল। কারণ, ২০২০ সালে চালু হওয়া স্যামসাংয়ের নিজস্ব ফাইল ট্রান্সফার টুলের সঙ্গে মিলে যাচ্ছে এটি। তাই হয়ত নতুন এই পরিবর্তন আর নতুন নামে বাজার দখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d