নাচের সময় মেয়েকে হেনস্থা, প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালো বাবা
মেয়েকে হেনস্থা প্রতিবাদ করায় ধস্তাধস্তিতে এক বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। ভারতের হরিয়ানা ফরিদাবাদ শহরে সোমবার (২৩ অক্টোবর) রাতে গরবার অনুষ্ঠান চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, ফরিদাবাদ শহরের সেক্টর ৮৭ এলাকার প্রিন্সেস পার্কের আবাসনে রাতে গরবা নাচের অনুষ্ঠান চলছিল। আবাসনের ২৫ বছরের এক তরুণী বাসিন্দা সেখানে নাচছিলেন। সেই এলাকারই দুই যুবক নাচ দেখে তার কাছে এগিয়ে যান এবং তরুণীর ফোন নম্বর চান। পাশাপাশি তরুণীকে তাদের সঙ্গে নাচতেও বলেন।
মেয়ের হেনস্থা দেখে এগিয়ে যান বাবা প্রেম মেহতা (৫২) এবং পরিবারের অন্য সদস্যেরা। পরে দুই যুবকের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। ঘটনাটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেয়েছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি চলছে। উভয় পক্ষই একে অন্যের কলার ধরেছেন।
এক সময় দেখা যায়, এক যুবকের ধাক্কায় ছিটকে পড়ে যান তরুণীর বাবা এবং জ্ঞান হারান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দেশটির পুলিশ কর্মকর্তা জামিল খান জানান, মেহতা পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা অভিযোগ করেছেন তার মেয়েকে হয়রানি ও লাঞ্ছিত করা হয়েছে। তার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।