চট্টগ্রাম

নাজিরহাটে ১০৫ শতক সরকারি খাস জমি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অবৈধভাবে দখলে রাখা প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ১০৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ জুন) নাজিরহাট শাহ চৌমুহনীস্থ পূর্ব-ফরহাদাবাদ মৌজায় এ খাসজমি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই জমিগুলো স্থানীয় কয়েকজন দখলে রেখেছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে নাজিরহাট পৌরসভা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য বিভিন্ন এলাকায় খাস জমি খোঁজা হচ্ছিল। পৌর এলাকার আশপাশে এত বেশি পরিমাণ জমি না থাকায় পাশ্ববর্তী শাহ চৌমুহনী পূর্ব-ফরহাদাবাদ মৌজায় ওই জমির সন্ধান মেলে। তবে দীর্ঘদিন ধরে ওই জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল করে রাখে ওই এলাকায় প্রভাবশালী শহীদুল আলম, মো. তৌহিদুল আলম, মো. রুবেল ও বিবি আয়শা নামে কয়েকজন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধি জমিগুলো উদ্ধার করে পতাকা টানিয়ে দেন। পরে নাজিরহাট পৌরসভার সংশ্লিষ্টদের দখল বুঝিয়ে দেন।

নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপশ্রী নাথ জানান, ‘অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১০৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করে নাজিরহাট পৌরসভার সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হয়। সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম চালানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d