বিনোদন

নায়িকাদের সংসার না টিকার ব্যাখ্যা দিলেন ফারিয়া শাহরিন

শোবিজে কাজ করা নায়িকা ও অভিনেত্রীদের সংসার টিকে না। এমনটা প্রায়ই বিভিন্ন মানুষকে বলতে কিংবা সোশ্যাল মিডিয়ায় চর্চা দেখা যায়। কিন্তু তাদের সংসার কেন টিকে না, এ নিয়ে কাউকে অবশ্য খুব একটা কথা বলতে দেখা যায় না। তবে এবার সংসার না টিকার কারণ সম্পর্কে বিষদ ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। সবশেষ যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন দর্শক মহলে।

রোববার (১৫ অক্টোবর) এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। তিনি লিখেছেন, ‘আজকে সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন।’

ফারিয়া শাহরিন লিখেছেন, ‘নায়িকারা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, রোমান্স করা যায়, তার কথা ভাবতে ভাবতে আরও অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’

এ অভিনেত্রী বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘কিন্তু ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছেঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বুয়ার মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নীর মতো দুই পা ঝুলাইয়া মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’

‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা ওই টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d