দেশজুড়ে

নারীকে যৌনকর্মে বাধ্য করায় আবাসিক হোটেলের তিনজনের কারাদণ্ড

বরিশাল: বরিশালে চাকরির প্রলোভনে আবাসিক হোটেলে আটক রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর মামলায় তিনজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল হোসেন এই রায় দেন। দণ্ডিতরা হলো-নগরীর আবাসিক হোটেল স্বাগতমের ম্যানেজার মো. কালাম ওরফে কালু, কর্মচারী শাহিন আকন ও খলিলুর রহমান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বেঞ্চ সহকারী জানান, ২০২০ সালের ৬ অগাস্ট কোতয়ালি মডেল থানার এসআই মো. রুম্মান হোসেন গোপন সংবাদের ভিত্তিতে হোটেল স্বাগতমে অভিযান চালায়। এ সময় হোটেল কক্ষে অবরুদ্ধ এক নারীকে উদ্ধার করা হয়।

ওই নারী জানিয়েছে চাকরির প্রলোভনে তাকে এনে হোটেলে অবরুদ্ধ করে। পরে জোরপূর্বক পতিতাবৃতিতে বাধ্য করে।

এ ঘটনায় এসআই রুম্মান বাদী হয়ে তিনজনকে আসামি করে ৬ অগাস্ট কোতয়ালি মডেল থানায় মামলা করে। কোতয়ালি মডেল থানার এসআই মো. রিয়াজ উদ্দিন তিন আসামিদের বিরুদ্ধে ২০২০ সালে ৩০ সেপ্টেম্বর চাজশির্ট দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d