জাতীয়

নাশকতা, সহিংসতা মামলায় গুলশানের পাঁচতারকা হোটেল থেকে গ্রেপ্তার ১৫ বিএনপি নেতা রিমান্ডে

নারায়ণগঞ্জের আড়াইজাহারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে পি‌টি‌য়ে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালতে এজাহারভুক্ত ৩ জনের বিরুদ্ধে ২ দিন ও বাকি ১২ জনের বিরুদ্ধে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

একদিনের রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব (৫৩), আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৫৪), আড়াইহাজার থানা বিএনপি সহ সভাপতি মো. শাকিল মিয়া (৪০), আড়াইহাজার থানা বিএনপি যুগ্ম সম্পাদক মো. শফিউদ্দিন ভূঁইয়া (৪৮), আড়াইহাজার থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. শফিউদ্দিন ভূঁইয়া (৫১), আড়াইহাজার থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান সেলিম (৪৮) ও আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা (৪৬), বিএনপি নেতা ওসমান ( ৪৫), জালাল মিয়া (৩৬), সুমন খান (৩৮), জাকির (২৮) ও সফির উদ্দিন সরকার (৪৯)।

দুইদিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজর থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া (৬৯), সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ (৫২) ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মাসুম শিকারী (৪৫)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, আড়াইজাহার উপজেলায় নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে জখমের ঘটনায় মামলায় গ্রেপ্তার ১৫ আসামিদের মধ্যে এজাহারভুক্ত ৩ জনের ২ দিন ও বাকি ১২ জনের ১ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গত বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিন নারায়ণগঞ্জের আাইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d