নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি
নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নিজের ভোট দিলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। রোববার বেলা ১১টার দিকে তিনি ভোট দেন।
পরে সাংবাদিকদের বলেন, ভোটার উপস্থিতি ভালো আছে। সকলে ভোট কেন্দ্রে আসছেন দেখে ভালো লাগছে। জয়ের ব্যাপারে আশাবাদি তিনি।
এছাড়া নড়াইলের দুইটি আসনে শান্তিপূর্ণভাবে ভো গ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্তু। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।
নড়াইল-১ (কালিয়া উপজেলা ১৪ ইউনিয়ন, একটি পৌরসভা ও সদরের ৫ ইউনিয়ন) নিয়ে গঠিত। এখানে ভোটার রয়েছে ২লাখ ৭৪ হাজার ৭’শ ৯০ জন এর মধ্যে পুরুষ ১লাখ ৩৮ হাজার ৫’শ ৯২ জন মহিলা ১ লাখ ৩৬ হাজার ১’শ ৯৮ জন। ১’শ ১০টি ভোট কেন্দ্রের ৬’শ ২৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তিসহ ৬ জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে।
নড়াইল-২(লোহাগড়া উপজেলা ১২ ইউনিয়ন, দুইটি পৌরসভা ও সদরের ৮ইউনিয়ন) নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯’শ ৩৭ জন এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১হাজার ৫’শ ৫০ মহিলা ১ লাখ ৮৩ হাজার ৩’শ ৮৭জন। ১’শ ৪৭টি ভোট কেন্দ্রের ৮’শ ৪টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজাসহ ৭ জন প্রার্থী রয়েছে ভোটের মাঠে।