নির্বাচনে আসুন ভোট সুষ্ঠু হবে: বিএনপিকে ইসি আলমগীর
দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা চাই তারাও (বিএনপি) নির্বাচনে আসুক। এ পর্যন্ত সব ভোট সুষ্ঠু করে আসছি সামনেও ভোট সুষ্ঠু করব ইনশাআল্লাহ।
রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক ময়দান উত্তপ্ত হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটে অংশ না নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অনড়। এমন অবস্থায় নির্বাচন সঠিক সময়ে হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের কোনো টেনশন নেই। নির্বাচন হবে।’
‘আপনারা কি কখনো আমাদের টেনশনে দেখেছেন। আমরা ফুললি কনফিডেন্ট, নির্বাচন হবে। এটা ঠিক আপনারা দেখেন কোনো নির্বাচনেই সব রাজনৈতিক দল আসে না। আপনারা ইতিহাসে দেখেন, ৭০ এর নির্বাচনেও সব দল নির্বাচনে আসে নাই। ৪৪টা দল তো নির্বাচনে আসবে আবার কোনো দল নাও আসতে পারে।-যোগ করে ইসি আলমগীর।
বিএনপিকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমরা চাই সব রাজনৈতিক দল আসুক। আপনারা (বিএনপি) নির্বাচনে আসুন ভোট সুষ্ঠু হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, এখনো সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তফসিল ও ভোট নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে নভেম্বরে তফসিল হবে। ভোট ডিসেম্বর না জানুয়ারিতে হবে সেটা আগে ঠিক হবে। সংবিধান অনুযায়ী, ভোট করতে যাবতীয় কাজ শেষ করেছি। রোডম্যাপ করেছি।