পটিয়ায় তিন দিনব্যাপী বর্ষবরণ উৎসব শুরু
পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব হচ্ছে। ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হচ্ছে শনিবার।
১৩, ১৪ ও ১৫ এপ্রিল (শনি, রবি ও সোমবার) উৎসব উদযাপনে ইতোমধ্যে পরিষদের পক্ষ থেকে প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের কার্যকরী সচিব প্রণব দাশ।
অনুষ্ঠানমালায় থাকছে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, সন্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ, দলীয় পরিবেশনা, কথামালা, পাপেট শো, নাটক, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও কবি গান।
শনিবার সকাল থেকে নানা প্রতিযোগিতা, বিকেল তিনটায় বলিখেলা, ৫ টায় আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবারের (১৩ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, পটিয়া থানার ওসি জসীম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় মঙ্গল শোভাযাত্রা, ৯ টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দলীয় পরিবেশনা, ১১ টায় বৈশাখী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আইয়ুব আলী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী।
দুপুরে রয়েছে গুণিজন সন্মাননা প্রদান অনুষ্ঠান। সংবর্ধিতরা হলেন, মুক্তিযুদ্ধে এম এ জাফর, সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ, সাবেক সচিব অপরুপ চৌধুরী, শিল্পোদ্যোক্তা বিজিএমইএ সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির, নাট্যকার ম. সাইফুল আলম চৌধুরী, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু। বিকেলে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (১৫ এপ্রিল) অনুষ্ঠানের সমাপনী দিবসে সকাল ১০ টায় সাংস্কৃতিক সংগঠনের দলীয় পরিবেশনা। ১১ টায় বৈশাখী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনোয়ার পাশা, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।