কক্সবাজার

পতাকা বৈঠকের পর বিজিপির ৩ সদস্যকে হস্তান্তর

কক্সবাজারের টেকনাফের সীমান্ত থেকে অস্ত্রসহ আটক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) তিন সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ-২ বর্ডার গার্ডের ঝিমংখালি বিওপির এলাকা হতে বিজিপির এ তিন সদস্যকে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি, ওয়াকিটকি, মোবাইল সেট পাওয়া যায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমারের ৭ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিন সদস্য একটি কাঠের নৌকা করে বাংলাদেশে অভ্যন্তরে চলে আসে। তারা টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন ঝিমংখালি বিওপি হতে আনুমানিক ৩ কিলোমিটার পূর্ব দিকে দায়িত্বরত বিআরএম-১৬ হতে প্রায় ৪০০ গজ উত্তর-পূর্ব দিকে শূন্যলাইনের আন্তর্জাতিক সীমারেখার প্রায় ৫০০ গজের ভেতর অনুপ্রবেশ করায় বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের একটি টহল দলের সদস্যরা ওই তিনজনকে অস্ত্রসহ আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে বিজিপির এ ৩ সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d