পতেঙ্গায় ছুরিকাঘাতে যুবক খুন, ১৫ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৭
চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচে মোটরসাইকেলের শব্দকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে একজন নিহতের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
আজ রবিবার (৯ জুন) কোতোয়ালী, খুলশীসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ১৫ ঘণ্টার মধ্যে সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগামীকাল সোমবার (১০ জুন) দুপুর ১টায় বন্দর পুলিশ লাইনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আজ রবিবার ভোররাত ৪টায় পতেঙ্গা সি-বিচ এলাকায় বিকট আওয়াজে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়। এর ঘণ্টাখানেক পর একপক্ষের কয়েকজন যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওঁৎপেতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন আসার সময় তাদের ওপর হামলা চালায়। এতে মো. রাফি (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।