জাতীয়

পদ্মা রেল সেতুর উদ্বোধনে চলছে মহাকর্মযজ্ঞ

অগ্রযাত্রার স্মারক পদ্মা সেতুতে নতুন একটি পালক যুক্ত হতে যাচ্ছে। ২০২২ সালের ২৫ জুন যেই পদ্মা সেতুর উদ্বোধন হয়েছিল সড়ক পথ ঘিরে। এখন কিন্তু এক বছর সাড়ে তিন মাস পর এই বহুমুখী সেতুর আবার রেল পথ চালু হতে যাচ্ছে তাই দক্ষিণের মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে। পদ্মা পাড়ের লাখ মানুষের মধ্যে উচ্ছ্বাস বইছে এই রেললাইনকে ঘিরে।

পদ্মা রেল সেতুর উদ্বোধন উপলক্ষে পদ্মা পাড়ের মাওয়া স্টেশন বিশেষভাবে সেজেছে। সেখানে অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রীকে বহনের জন্য বিশেষ ট্রেন। তার পাশে নিরাপত্তার সাজসজ্জা নিয়ে একটি বিশেষ কর্মযজ্ঞ চলমান রয়েছে। যেটি শেষসময়ের কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রকৃতির সঙ্গে মিল রেখেই এই সাজসজ্জা গুলো চলছে।

দেশের প্রথম সাসপেন্ডেন্ট সম্মলিত যে রেল স্টেশনটি রয়েছে সেই রেলইস্টেশনে কিন্তু আন্ডারপাস দিয়ে এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্ম এ যাওয়ার সুযোগ রয়েছে।

এই স্টেশন থেকে সোজা পদ্মা সেতু, এই স্টেশন অতিক্রম করেই প্রধানমন্ত্রী যাবেন ফরিদপুরের ভাঙ্গায়। এই যে ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় এক ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আকাশ পথ নৌ পথ ও স্থলপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন এরই মধ্যে পদ্মা সেতুতে এক হাজার কোটি টাকার বেশি টোল অর্জন করেছে একই সঙ্গে এই পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণের জনপদ ছাড়াও গোটা দেশের অর্থনীতিতে যে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে এই রেলপথ চালু হলে সেটা আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশের জিডিপি আরও এক শতাংশ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d