পান্থপথে হাসপাতালের ৭ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর কলাবাগান থানার পান্থপথে ওমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের সাততলা থেকে পড়ে রোজা মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে শিশুটি মারা যায়।
নিহত শিশুর মা হাসিনা বেগম বলেন, আমি পান্থপথে ওমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের আয়ার কাজ করি। অসাবধানতাবশত আমার মেয়ে বিকেলের দিকে সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পান্থপথ থেকে আহত অবস্থায় এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম। ঘটনাটি তারাই তদন্ত করছে।