পায়ুপথে হেরোইন বহনকারীর কারাগারে মৃত্যু
পায়ুপথে হেরোইন বহন করতে গিয়ে ধরা পড়েছিলেন মো. রাবেল শেখ রাসেল। সেই অপরাধেই বন্দি ছিলেন কারাগারে। রোববার (১৫ অক্টোবর) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদি হিসেবে চিকিৎসাধীন অবস্থায় মো. রাবেল শেখ রাসেলের মৃত্যু হয়। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম পাড়া এলাকার মো. আবুল শেখের ছেলে তিনি।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ ওই কয়েদির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কয়েদিকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
জানা গেছে, গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি চৌকস দল দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটা এলাকার প্রবেশ পথে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রাবেল শেখ ওরফে রাসেলকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তবে এ সময় তার এলোমেলো কথাবার্তায় পুলিশ সদস্যদের আরও সন্দেহ হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়।
পরে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাকে গত ৭ অক্টোবর দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো। এছাড়াও তার বিরুদ্ধে ২টি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।