আন্তর্জাতিক

পুতিনকে হামাসের সঙ্গে তুলনা ‘অগ্রহণযোগ্য’: ক্রেমলিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামাসের সঙ্গে তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন, তা রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেছেন।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, একজন দায়িত্বশীল রাষ্ট্রপ্রধানের মুখে এমন কথা একেবারে মানানসই নয়। এমন বাগাড়ম্বর আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য। রাশিয়া ও আমাদের প্রেসিডেন্টকে লক্ষ্য করে এমন স্বরে কথা বলা আমরা মেনে নেই না। খবর রয়টার্স’র।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন হামাসের কর্মকাণ্ডকে ইউক্রেনে পুতিনের আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, হামাস ও পুতিন ভিন্ন ধরনের হুমকি। কিন্তু তাদের এক বিষয়ে সামঞ্জস্য রয়েছে: তারা উভয়েই গণতান্ত্রিক প্রতিবেশীকে ধ্বংস করতে চায়।

ক্রেমলিন মুখপাত্র বলেছেন, এই মুহূর্ত বিপজ্জনক একটি সময়। গাজায় ইসরাইলি সেনাবাহিনী সম্ভাব্য স্থল অভিযান শুরু করলে রুশ নাগরিকদের হুমকি আরও বাড়বে।

শনিবার কায়রোতে ফিলিস্তিন সংঘাত নিয়ে শান্তি সম্মেলনের রাশিয়া প্রতিনিধিত্ব কে করবেন জানতে চাইলে পেসকভ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

এছাড়াও ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের জেরে ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এই সমালোচনা করেন।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেওয়ার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে অভিহিত করেন।

বাইডেনের এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়ায় মারিয়া বলেন, বিনিয়োগ-সংক্রান্ত বাইডেনের মন্তব্য প্রমাণ করে, যুক্তরাষ্ট্র আদর্শিক কারণে লড়াইয়ে জড়ায় না। তারা ছায়াযুদ্ধ (প্রক্সি ওয়ার) থেকে লাভবান হয়।

তিনি বলেন, বাইডেনের মন্তব্যে নৈতিক মানদণ্ডের প্রতি মার্কিন প্রশাসনের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d