পুলিশ কর্মকর্তার কণ্ঠে বঙ্গবন্ধু টানেল নিয়ে গান
চট্টগ্রাম: পেশায় পুলিশ, নেশা গান গাওয়া।বিভিন্ন মাধ্যমে গেয়েছেন গান, গেয়েছেন চলচ্চিত্রেও।আধুনিক গানে এই শিল্পী সমান সপ্রতিভ হলেও নিজেকে আঞ্চলিক ভাষার শিল্পী পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন মোজাহেদ হাসান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি সঙ্গীত চর্চা করেন। এর আগে পদ্মা সেতু নিয়ে লিখেছেন গান, এবার লিখলেন বঙ্গবন্ধু টানেল নিয়ে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় নির্মিত বঙ্গবন্ধু টানেল নিয়ে ‘কর্ণফুলী টানেল’ শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা গানটি নিজেই সুর করে নিজের কন্ঠে গেয়েছেন তিনি।
কক্সবাজারের দ্বীপকন্যাখ্যাত কুতুবদিয়ার সন্তান মোজাহেদ হাসানের ছেলেবেলা থেকেই গান ও সুরের সঙ্গে দারুণ সখ্যতা। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় নিজের লেখা গান গেয়েছিলেন নিজেই সুর দিয়ে। আর সেই গান গেয়ে একাধিকবার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছিলেন তিনি। সঙ্গীতে হাতেখড়ি ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর হাতে।
মোজাহেদ হাসান বাংলানিউজকে বলেন, কর্মজীবনে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও ছোটবেলার সেই প্রেম-ভালোবাসার গান ছাড়িনি। দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশে চাকরি করি। আমার ওপর অর্পিত সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি শুদ্ধ সঙ্গীতের চর্চাও চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। গানের মাধ্যমে জীবনের সুখ, দুঃখ, আবেগ ফুটিয়ে তোলার প্রচেষ্টা সবসময় থাকে। কাজ করতে করতে একঘেয়েমি চলে আসলে গান গাই। এতে কাজে মনোনিবেশ করতে স্পৃহা জাগে।
টানেল নিয়ে গান লেখার পরিকল্পনা কিভাবে আসলো জানতে চাইলে তিনি বলেন, যেহেতু পুলিশে কাজ করি কাজের প্রয়োজনে একবার টানেল দেখতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এতবড় কর্মযজ্ঞ দেখে আমার মাথায় গান লেখার আইডিয়া আসে। আঞ্চলিক ভাষায় গানটি লেখার কারণ হলো- চট্টগ্রামের ভাষার একটি ঐতিহ্য রয়েছে। টানেলও আমাদের কাছে ঐতিহ্যবাহী স্থাপনা। তাই চট্টগ্রামে ভাষায় গানটি উপস্থাপন করেছি।
এর আগে পুলিশের এ কর্মকর্তা পদ্মা সেতু নিয়ে গান লিখেছেন। ‘এগিয়ে যাও বাংলাদেশ’ শিরোনামে লেখা গানটির সুর করেছেন মুশফিক লিটু। নিজের ‘মোজো ম্যালোডি’ নামে ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়।
এ ছাড়া উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে ‘ওরে ও সুন্দরী হডে তোঁয়ার বাড়ি’ শিরোনামে গান লিখেছেন তিনি। চট্টগ্রাম ও নোয়াখালীর আঞ্চলিক ভাষায় লেখা ওই গানের সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। রোমান্টিক ওই দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কনা ও মোজাহেদ।