পুলিশ সদস্য নিহত, হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষে গত ২৮ অক্টোবর পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সোমবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে থেকে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি যখন যুদ্ধে ছিলেন চিন্তা করেনি তার ছেলেকে স্বাধীন দেশে নির্মমভাবে খুন হতে হবে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনও অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতায় যেতে দেওয়া হবে না।আপনারা (বিরোধী দল) যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন তাহলেই কেবল আন্দোলন করবেন, না হলে নয়।
তারা বলেন, এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার করলেই হবে না, তাদের (হামলাকারী) সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
বিক্ষোভ কর্মসূচি শেষে এ হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে এবং মহাসচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও ছিলেন– উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, এম টিপু সুলতান, যুগ্ম মহাসচিব মো. ইসমাইল, মো. জুয়েল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মালতি আরা প্রমুখ।