চট্টগ্রাম

পেঁয়াজে ঠাসা খাতুনগঞ্জ, দামের ‘নড়াচড়া’ নেই

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতীয় পেঁয়াজ পৌঁছেছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তে। তবে এতেও দেশি পেঁয়াজের দামের ‘নড়াচড়া’ নেই। ব্যবসায়ীদের তথ্যমতে, গত সপ্তাহের চেয়ে বর্তমানে মানভেদে দেশি পেঁয়াজের দাম কমেছে মাত্র দুই টাকা। পেঁয়াজে সয়লাব বাজারে দামের কোন হেরফের না হওয়াতে কারসাজি দেখছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার (১৮ মে) সকালে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে দেশি ও ভারতীয় পেঁয়াজে ঠাসা সবকটি আড়ত। গুদামের বাইরেও বস্তায় বস্তায় পেঁয়াজের স্তূপ।

আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজ বাজারে এলেও দেশি পেঁয়াজের চাহিদা বেশি। দেশি পেঁয়াজের দাম কম হওয়ায় ভারতীয় পেঁয়াজ কম বিক্রি হচ্ছে। বর্তমানে মানভেদে পাইকারিতে প্রতিকেজি পেঁয়াজ ৫৮ থেকে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকায়। তবে এ দাম পরিস্থিতির ওপর নির্ভর করবে। কোরবানি ঈদকে ঘিরে হয়তো বাড়তে পারে আবার আরও কমেও যেতে পারে।

তবে ব্যবসায়ীরা বলছেন, তারা পাইকারি প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬৩ থেকে ৬৫ টাকায় বিক্রি করছেন। আর ভারতীয় পেঁয়াজ ৭০ টাকায়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পাইকারি ব্যবসায়ীরা বলেন, গত বছরের শেষের দিক থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এরপর থেকেই দাম ওঠানামা করেছে। মাঝেমধ্যে চোরাইপথে আসা ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকলেও দেশি পেঁয়াজের দাম বেশি ছিল। এখন বৈধপথে ভারতীয় পেঁয়াজ বাজারে এলেও দাম কমেনি। ভারতীয় পেঁয়াজের চেয়ে দেশির দাম কম। তাই দেশি পেঁয়াজের চাহিদা বেশি। তবে কোরবানি ঈদ পেঁয়াজের বাজার পরিবর্তন হতে পারে। হয়তো এখনের চেয়ে দাম কমে যাবে, না হয় আরো বেশি বাড়বে।

মেসার্স মহিন ট্রেডার্সের স্বত্তাধিকার মোহাম্মদ মিজান বলেন, ‘পেঁয়াজের বেচাবিক্রি কম। ভারতীয় পেঁয়াজের চেয়ে দেশি পেঁয়াজের দাম কম। তাই দেশি পেঁয়াজের চাহিদা বেশি।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ (শনিবার) প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬৩ থেকে ৬৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি করছি। ভারতীয় পেঁয়াজ বাজারে এলেও দেশি পেঁয়াজের দাম কমেনি। তবে কোরবানি ঈদে হয়তো দামের একটু নড়াচড়া হতে পারে। পরিস্থিতির উপর ভিত্তি করে হয়তো দাম বাড়বে না হয় কমে যাবে।’

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস সিভয়েস২৪-কে বলেন, ‘ভারতীয় পেঁয়াজ এতদিন বাজারে ছিল না। যা ছিল তা চোরাইপথে আসা। এখন ভারত সরকার রপ্তানির অনুমতি দেওয়ার পর এখন আমাদের দেশের বাজারে পেঁয়াজ আসছে। তবে এখন বৈধপথে ভারতীয় পেঁয়াজ বাজারে এলেও দেশি পেঁয়াজের দাম তেমন একটা কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d