কক্সবাজার

পেকুয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়ায় মোবাইল চোর সিন্ডিকেট ও সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিহাদের খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর বেলা ১২টায় এ বি সি অঞ্চলিক মহাসড়কে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ পয়েন্টে পেকুয়া উপজেলার এসএসসি ১৭ ব্যাচের বন্ধুদের ব্যানারে তার হত্যার সুষ্টুবিচার এবং খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ মানববন্ধন থেকে খুনীদের আটক করতে চকরিয়া ও পেকুয়া থানা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা। না হয় তারা রাজপথে নেমে আসবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন। উপস্থিত সকলকে চকরিয়া ও পেকুয়া থানা প্রশাসনকে খুনীদের কে আটক করতে সহযোগিতা করার অনুরোধ জানান।

এদিকে ঘটনার পর দিন রাতে এ হত্যার ঘটনায় নিহতের পিতা মকসুদুল করিম বাচ্চু বাদী হয়ে মোবাইল চোর সিন্ডিকেটের প্রধান আবদুল হাকিমের ছেলে মো. নোমানকে প্রধান আসামী করে ১২ জনের নামসহ আরো তিনজনকে অজ্ঞাতনামা আসামী দেখিয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ্য যে, ১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চকরিয়া উপজেলাধীন মরংঘোনার পশ্চিমে বাঘগুজারা এলাকার নির্জন স্থানে কল করে ডেকে নিয়ে পেকুয়া সদর ইউপির সিকদার পাড়ার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মকসুদুল করিম বাচ্চুর ছেলে ও কক্সবাজার সিটি কলেজের সমাজ বিজ্ঞান অনার্স ৩য় বর্ষের ছাত্র আসহাবুল ইসলাম জিহাদকে ( ২৪) চকরিয়ার একদল সন্ত্রাসী ও মোবাইল চোর সিন্ডিকেট ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d