চট্টগ্রাম

প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন স্থগিত কর চুয়েটের শিক্ষার্থীরা

সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠির মৃত্যুতে আন্দোলনরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। প্রশাসনের আশ্বাসের পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয় তারা।

এদিকে, শিক্ষকরা জানিয়েছেন, পরবর্তী সিন্ডিকেট সভা পর্যন্ত হলে অবস্থান করতে পারবে শিক্ষার্থীরা। তবে, বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম।

প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা জানায়, দুই ঘণ্টার বৈঠকে তারা দাবি পুরণের ব্যাপারে আশ্বাস পেয়েছে। এরই প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নিচ্ছে। বাকি বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে মনিটরিংয়ে থাকবেন। তবে, হল তারা ত্যাগ করবে না।

পরে অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. হুমায়ুন কবির বলেন, আগামী সিন্ডিকেট সভা পর্যন্ত হলে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে, সিন্ডিকেট সভা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে। এদিকে, চুয়েটের একটি সূত্র জানিয়েছে, শুক্রবারই হতে পারে সিন্ডিকেট সভা।

এর আগে সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠির মৃত্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভা শেষে চুয়েটে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ–পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

তবে প্রশাসনের এই নির্দেশ না মানার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন। এরা হলেন শান্ত সাহা ও তৌফিক হোসেন। দুজনই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় বাসটির চালক তাজুল ইসলামকে বুধবার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেল থেকেই নয় দফা দাবিতে চুয়েটের সামনের সড়ক অবরোধ করে আসছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো কাপ্তাই সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ, কাপ্তাই সড়ক ৪ লেইন করাসহ ১০ দফা দাবি আন্দোলনকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d