চট্টগ্রাম

প্রশিক্ষণ শেষেও দেশে ফিরেনি সওজ চট্টগ্রামের ৪ কর্মকর্তা

বঙ্গবন্ধু টানেল উদ্বোধনে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে আসছেন ২৮ অক্টোবর। এমন ব্যস্ততার মধ্যেও দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর সফরে যান চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ৪ কর্মকর্তা। অপারেটিং এবং ম্যানেজমেন্টসহ ওয়েবভিত্তিক আধুনিক কম্পিউটারাইজড টোল ম্যানেজমেন্ট সিস্টেমে প্রশিক্ষণ এবং প্রযুক্তি স্থানান্তরে অংশগ্রহণের জন্য এই ৪ কর্মকর্তা ৬ শর্তে বিদেশে যান।

সরকারি আদেশে গত ২৬ সেপ্টেম্বর থেকে গত ৫ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ হওয়ার কথা থাকলেও এখনও এই ৪ কর্মকর্তা দেশে ফিরেননি।

তারা হলেন চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সড়ক সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহেদ হোসাইন, নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, সহকারী প্রকৌশলী আবু মো. ভুট্টু। তাদের সাথে সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব মো. আবু নাসেরও আছেন।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমানের মুঠোফোনে কয়েকদফা ফোন দেয়া হলেও তিনি ধরেননি।

চট্টগ্রাম সওজ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসবেন। সড়ক ও জনপথ বিভাগের স্বাভাবিকভাবেই ব্যস্ততা আছে। এর মধ্যে এই ৪ কর্মকর্তা বিদেশে থাকায় অনেক কাজে বেগ পেতে হচ্ছে। প্রশিক্ষণ শেষেও দেশে না ফেরায় গত ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধনের অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি এই ৪ কর্মকর্তা। সেদিন রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করা সারাদেশের ১৫০টি সেতুর মধ্যে চট্টগ্রামের ১২টি সেতুও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d