প্রসেনজিতের সঙ্গে বুবলী-পরীর ‘খেলা হবে’
এবার এক পর্দায় দেখা যাবে জনপ্রিয় তিন তারকাকে। যারা নিজগুণে অনন্য যার যার অবস্থানে। আবারও দুই বাংলা এক হবে এই সিনেমা দিয়ে। নির্মাতা তানিম রহমান অংশু নিয়ে আসছেন ‘খেলা হবে’ নামে নতুন ছবি। এরই মধ্যে শোরগোল পড়ে গেছে। কারণ এতে থাকছে পরীমণি, বুবলী এবং টালিউড সুপারস্টার প্রসেনজিৎ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। তবে এই মাসেই শুরু হবে সিনেমার গুরুত্বপূর্ণ কাজ।
প্রসেনজিৎ, বুবলী, পরীমণি ছাড়াও এ ছবিতে দেখা যাবে মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখকে। প্রযোজনা করছে টিএম ফিল্মস।
আগে শোনা গিয়েছিল, ‘খেলা হবে’ ছবিটির বেশ কিছু অংশের শুটিং কলকাতায় সম্পন্ন হবে।
সেই অনুযায়ী, এরই মধ্যে মিলেছে অনুমতিপত্রও। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে অনুমতি দেয়া হয়। অনুমতিপত্রটি গ্রহণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু।