দেশজুড়ে

ফটোজার্নালিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন : শিক্ষামন্ত্রী

চাঁদপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতো। এখন এতো বিশেষায়িত হয়েছে সবার নিজস্ব সংগঠন আছে। আর এসব সংগঠনের মধ্যে ফটোজার্নালিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন।

এক একটি ছবি আমাদের ইতিহাসের পাক বদলের এক একটি ঘটনা। একটি ছবি হাজার ঘটনার কথা বলে। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটি ২০২৩-২৪ এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও কোটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে যুদ্ধের মধ্যে বিভিন্ন সেবা সংস্থার লোকজন রক্ষা পেতেন। এখন তা হচ্ছে না। সাংবাদিকতা ক্রমাগত একটি ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে গাজার হামলা তার স্পষ্ট প্রমাণ। সেখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং চিত্রগুলো গণমাধ্যমে আসছে। আমরা কখনোই গণহত্যাকে সমর্থন করি না। আমরা চাই ফিলিস্তিনের গাজার হামলা বন্ধ হোক।

মন্ত্রী বলেন, আমি নিজে সংবাদপত্রের মানুষের একজন কন্যা। সে হিসেবে আমি এই পরিবারের একজন। কাজেই আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি। তারপরও কেন যেন মাঝে মাঝে একটু ব্যত্যয় ঘটে। কেউ কেউ হয়তো কারও চাপে লিখেন। কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। কারণ, আমি মনে করি প্রতিহিংসা ভালো কিছু নয়। আপনাদের সাথে আমার সম্পর্ক আছে ও থাকবে।

দীপু মনি বলেন, আমরা সবাই মিলে চাঁদপুরের জন্য কাজ করতে চাই, চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। এখানে অনেক কাজ হয়েছে। আরও অনেক কাজ বাকী আছে। আমরা অনেক কিছু পেয়েছি। দেশ ও বিশ্বকে আমাদেরও দিতে হবে। সব শেষে তিনি সাংবাদিক ও পরিবারের সদস্যদের মধ্যে যারা অসুস্থ, তাদের সবার সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নব কমিটির সকল সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এছাড়াও সংগঠনের সকল সদস্যদের মাঝে সংগঠনের লোগো সম্বলিত প্রেস লেখা নতুন কোটি তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d