ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা, হত্যাযজ্ঞ ও অমানবিক অবিচারের নিন্দা জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ইসরায়েল মুরতাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ; ইন্তিফাদা, ইন্তিফাদা; ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাকসহ প্রভৃতি প্ল্যাকার্ড দেখা যায়।
এতে বক্তারা বলেন, যুগের পর যুগ ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।
তারা আরও বলেন, আজ যারা আক্রমণ কারা আগে করেছে, এই প্রশ্ন তুলছে, তারা হচ্ছে স্বৈরাচারের দোসর। যেখানে মুসলমানদের বাড়ি-ঘর দখল করে, তাদের শিশু-সন্তান, মা-বোনদের ওপর হামলা করছে। সেখানে কে আগে হামলা করবে সেটা তো জানা কথা। যারা নির্যাতনের শিকার তারাইতো প্রতিরোধ করবে। অথচ গত ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কাঠামোগত গণহত্যা চলমান ছিল, তখন বিশ্ব মোড়লরা কোথায় ছিল?