চট্টগ্রাম

ফের পানির দাম বাড়ানোর প্রস্তাব দিল চট্টগ্রাম ওয়াসা

শতভাগ সরবরাহ নিশ্চিত না করেই আবারও পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। দাম বৃদ্ধির এ প্রস্তাব মানতে পারছেন না গ্রাহকেরা। বেতনের খরচ মেটানো, প্রকল্পের টাকা পরিশোধ করার জন্যই দাম বাড়ানো হচ্ছে বলে দাবি ওয়াসার। তবে বিশিষ্টজনেরা বলছেন, শতভাগ চাহিদা পূরণ না করে পানির দাম বাড়ানো অযৌক্তিক।

২০২২ সালের সেপ্টেম্বরে সবশেষ পানির দাম ৩৮ শতাংশ বাড়িয়েছিল চট্টগ্রাম ওয়াসা। সে সময় আবাসিকে ৩৮ শতাংশ ও বাণিজ্যিকে ১৬ শতাংশ দাম বাড়ায় তারা। তবে এখনও নিশ্চিত হয়নি শতভাগ সুপেয় পানির সরবরাহ।

এর মধ্যেই আবারও পানির দাম ৬১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াসা। এর মধ্যে আবাসিকে ২০ এবং বাণিজ্যিক খাতে বাড়ানো হবে ৫৯ দশমিক ৭০ শতাংশ। উন্নয়ন প্রকল্পের ঋণের টাকা শোধের জন্যই দাম বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করছে ওয়াসা।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বলেন, প্রতি হাজার লিটার পানির বর্তমান দাম ৩২ টাকা। সেখানে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় ১৮ টাকা। এ কারণে সঠিকভাবে বেতনের খরচ মেটানো, প্রকল্পের টাকা পরিশোধ করার জন্য পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমবারের মতো পয়োনিষ্কাশন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসাপ্রথমবারের মতো পয়োনিষ্কাশন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। ওয়াসার বিরুদ্ধে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের। এমন অবস্থায় পানির দাম বাড়ানো মেনে নিতে পারছেন না গ্রাহকেরা।

চট্টগ্রামবাসী জানান, ওয়াসা দীর্ঘদিন যাবৎ ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বারবার পানির দাম বাড়ানোর পেছনে দুর্নীতির গন্ধ পাচ্ছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, পানির অভাব না মিটিয়ে দাম বৃদ্ধি অনেকটাই জনগণের গলাটিপে ধরার মতো।

সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী জানান, শতভাগ চাহিদা পূরণ না করে পানির দাম বাড়ানো অযৌক্তিক। এ দিকটায় সরকারের নজর দেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d