বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ: এমপি দীপংকর তালুকদার
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ-র্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বির্সজন দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ৪টায় হাজার হাজার ভক্তের জয়ধ্বনি আর কাসা ও ঢাক ঢোল বাজিয়ে প্রতিমা বির্সজন করেছে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটি।
প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজন ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় কাপ্তাই পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচায্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি। এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে প্রতিটি ধর্মের মানুষ যার যার ধর্মীয় উৎসব পালন করে আসছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অমলেন্দু হাওলাদার, বাংলাদেশ হিন বৌদ্ধ ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কেপিএম ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা।