জাতীয়

বাংলাদেশ বহরে যোগ হবে আরও ১০টি এয়ারবাস: বিমানমন্ত্রী

বাংলাদেশের বহরে এয়ারবাসের নতুন আরও ১০টি উড়োজাহাজ যোগ হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে নিজ দফতরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইনের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এদিন সচিবালয়ে বিমানমন্ত্রীর সাথে সাক্ষাত করে ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইন এয়ারবাস কেনার এ প্রস্তাব দেন। এসময় বিমানবন্দরের সিকিউরিটি ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।

পরবর্তীতে এসব প্রস্তাব নিয়ে বিমানমন্ত্রী বলেন, একই ধরনের উড়োজাহাজ না কিনে দুই ধরনের কিনলে ভালো হবে। বোয়িং এর চেয়ে কম মূল্য ও প্রযুক্তিগত সুবিধা থাকায় সরকার এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনা করছে।

তবে, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে এক দেড়মাস সময় লাগতে পারে বলে জানান ফারুক খান। তিনি বলেন, প্রাথমিকভাবে ১০টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত রয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d