খেলা

বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ ২৭ অক্টোবর

আগামী ২৭ অক্টোবর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ একাদশ ও ভারত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ। ‘হ্যালো সুপারস্টারস’ আয়োজিত এ প্রীতি ম্যাচে অংশ নেবেন দুই দেশের জনপ্রিয় প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এ প্রীতি ম্যাচ আয়োজনের সার্বিক তথ্য তুলে ধরেন হ্যালো সুপারস্টারসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কণ্ঠশিল্পী আসিফ আকবর।

প্রীতি ম্যাচে ভারতীয় একাদশ দলে নেতৃত্ব দেবেন দেশটির জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মেহতাব হোসাইন। দলে থাকবেন বাইচুং ভুটিয়া, রহিম নবীর মতো খেলোয়াড়রেরা। বাংলাদেশ দলে খেলবেন মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান এমিলির মতো খেলোয়াড়রা।

এতে বক্তব্য দেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন, ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের অনুষ্ঠান প্রধান নবীন হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান, প্রীতি ম্যাচ আয়োজনের মিডিয়া সমন্বয়কারী আবুল কাশেম হৃদয় প্রমুখ।

আসিফ আকবর জানান, প্রীতি ম্যাচে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, সংসদ সদস্য বেনজির আহমেদ, মালয়েশিয়ার রাজ পরিবারের সদস্য ও ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের ট্রাস্টি তপুয়ান নূর সাজান্না আবদুল্লাহ, মালয়েশিয়ার জাতির পিতার দৌহিত্র ও গ্লোবাল ফুটবল ক্যাম্পের কর্ণধার ওআইটিএম দাতো ইনদেরা টুঙ্কু হারুন্নারাশেদ পুত্রা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d