জাতীয়

বাংলাদেশ হবে আকাশ সেবার আন্তর্জাতিক হাব: প্রধানমন্ত্রী

ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থানকে কাজে লাগিয়ে এবং সেবার মান বৃদ্ধি করে বাংলাদেশকে আন্তর্জাতিক আকাশ সেবার হাবে রূপান্তর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালের প্রাথমিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দুবাই, হংকং, ব্যাংকের মতোই দেশের হজরত শাহজালার ও কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান সেবার হাবে পরিণত করার নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ যেমন অপরিহার্য, তেমনি বিদেশে যাতায়াতের জন্য বিমান যোগাযোগ গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, ‘ভৌগোলিক কারণে কক্সবাজার ও শাহজালাল বিমানবন্দর হবে আন্তর্জাতিক যোগাযোগের হাব। হংকং, ব্যাংকক, দুবাইয়ের পর এখানে হবে এই হাব।’

এর পাশাপাশি বিমান সেবার আঞ্চলিক (রিজিওনাল) কেন্দ্র সৈয়দপুরকে বিমানবন্দরকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তিনি।

বক্তব্য শেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করেন।

এর আগে দৃষ্টিনন্দন এই টার্মিনালের অত্যাধুনিক ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি গেট, মুভিং ওয়াকওয়ে (স্ট্রেট এসকেলেটর) পরিদর্শন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d