বাঘাইছড়িতে পাহাড় ধস: ৮ ঘণ্টা পর যান চলাচল শুরু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুইটি নামক স্থানে পাহাড় ধসের ৮ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে যোগাযোগ সচল হয়েছে। শুরু হয়েছে যান চলাচল।
শুক্রবার (৩ মে) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ।
বৃহস্পতিবার ( ২ মে) রাতে ভারি বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুইটি নামক স্থানে পাহাড় ধসে পড়ে। এতে বাঘাইছড়ির সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। যে কারণে শুক্রবার সকাল থেকে কোন যানবাহন বাঘাইছড়িতে আসা-যাওয়া করতে পারেনি।