বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনা রিজিয়নে আর্থিক অনুদান প্রদান
বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বী মার্মা ও বড়ুয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্যাম্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন পাড়ার ৩৭টি প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের হাতে আর্থিক অনুদান তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ।
এসময় সদর জােন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান এবং রিজিয়ন সদর দপ্তরের জি এস ও -২ (ইন্টেলিজেন্স) মেজর মোহাম্মদ শায়েখ উজ জামান উপস্থিত ছিলেন।
রিজিয়ন সূত্র জানায়, বৌদ্ধ ধর্মলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পালন উপলক্ষে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পাড়া থেকে ছোট ছোট দল রিজিয়ন কমান্ডারের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে রিজিয়নের পক্ষ থেকে ৩৭টি প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের নেতাদের হাতে মোট ১ লাখ ৮০ হাজার নগদ টাকা তুলে দেয়া হয়েছে।