বাফুফেকে চাপে রাখতে চান ব্যারিস্টার সুমন
গোপালগঞ্জ: নবনির্বাচিত সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) বলেছেন, আমি ফুটবলটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) যতটুকু চাপে রাখা যায় ততটুকু চাপে রাখতে চাই।
ব্যারিস্টার সুমন বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে ফুটবল নিয়ে কথা বলতে চাই, সংসদে কথা বলতে চাই। কারণ বাংলাদেশের বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে তাদের মাদক থেকে দূরে রাখা যাবে না। মোবাইলফোনের আসক্তি থেকে দূরে রাখা যাবে না। তাই ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ।
নির্বাচনে জয়ী হওয়া প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, আমার এলাকা থেকে আমি চমক দেখিয়ে ভোটে নির্বাচিত হয়েছি। তাই পুরো সময়টা চমকের ওপর থাকবে। আমি আগামী সপ্তাহে বাড়ি যাচ্ছি। প্রথমে একটা পুরো নদীতে ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে আমার কাজ। প্রথমে আপাতত বেশ কিছুদিন আমাকে ময়লা পরিষ্কার করতে হবে। তারপর অন্যান্য পরিবর্তনগুলো নিয়ে কাজ শুরু করব।
বঙ্গবন্ধুর প্রতি আকুণ্ঠ ভালবাসা জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, বুধবার (১০ জানুয়ারি) আমি এমপি হিসেবে শপথগ্রহণ করেছি। বৃহস্পতিবার সকালে চলে আসছি আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি দিতে। কারণ উনার আদর্শের ওপর ভিত্তি করে আমি নিজেকে দাবি করি, সবসময় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। উনার আদর্শটাকে আমি ধারণ করি, বহন করি।