বিএনপি নেতারা গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে লাইন কাটা হবে
চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপির নেতাকর্মীরা যদি অসহযোগের নামে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির বিল না দেয়, তাহলে এসবের লাইন কেটে দিয়ে তাদেরকে গৃহবন্দী করে রাখা হবে।
২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির অসহযোগ কর্মসূচির আহ্বান নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র। বিএনপি ধ্বংসাত্মাক রাজনীতির মাধ্যমে সরকার পতন ঘটাতে চেয়ে এখন নিজেদের পতন নিশ্চিত করে ফেলেছে। এই দলটি ইতোমধ্যে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে এবং জামায়াত নামক দলটি মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের একটা আস্তানা। এ ধরনের সন্ত্রাসী দল এবং যোদ্ধাপরাধীদের আস্তানা গুড়িয়ে দিতে না পারলে বাঙালি জাতিস্বত্তার অস্তিত্ব নিরাপদ থাকবে না।
আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে এবং আবু তৈয়ব সিদ্দিকীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি, উপ দপ্তর সম্পাদক জহুর লাল হাজারী, মহিলা কাউন্সির রুমকি সেনগুপ্তা প্রমুখ।