খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার

২০১১ সালে ঘরের মাঠে সব শেষ বিশ্বকাপ জিতেছিল ভারত। ১২ বছর পর আবারও ঘরের মাঠে বিশ্বকাপ। এবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর দলটি। একের পর এক জয়ে এরই মধ্যে সবার আগে নিশ্চিত করেছে সেমিফাইনাল। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে রোহিত শর্মার দল।

টিম ইন্ডিয়ার ব্যাটিং কিংবা বোলিং সবদিকেই আছে ভারসাম্য। তবে এরমাঝেও বড় দুঃসংবাদ পেলো বিশ্বকাপের আয়োজকরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন দলটির তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় তাকে।

সেদিনই হাসপাতালে যেতে হয়েছিল পান্ডিয়াকে। এবার জানা গেল, বিশ্বকাপটাই শেষ হয়ে গিয়েছে এই অললাউন্ডারের। নির্দিষ্টসময়ে সেরে ওঠা হয়নি ভারতের নির্ভরযোগ্য এই তারকার।

বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচের পর জানা যায়, সামনের কিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি। মেডিকেল স্ক্যান শেষে জানা যায়, বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন হার্ডিক পান্ডিয়া। ম্যাচ চলাকালীন সময়েই স্থানীয় এক হাসপাতালে পান্ডিয়ার গোড়ালিতে স্ক্যান করানো হয়েছিল। যেখানে তার ইনজুরি ধরা পড়ে। ডানহাতি এই পেস অলরাউন্ডারকে তাই বিশ্রাম দেয়া হয়।

পরবর্তীতে বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে ইনসাইড স্পোর্টস জানিয়েছিল, পান্ডিয়ার এই চোট স্রেফ পা মচকে যাওয়া এবং গুরুতর কিছু নয়। লখনৌতে ম্যাচের আগেই তার ফিট হয়ে যাওয়া উচিৎ। আর এ কারণে পান্ডিয়ার বিকল্প হিসেবে কারও নাম ঘোষণার কোনো পরিকল্পনা নেই ভারতের।

তবে শেষ পর্যন্ত পান্ডিয়া আর সেরে উঠতে পারছেন না। তাই বাধ্য হয়েই বিকল্প ডাকতে হয়েছে ভারতকে। আর সেই সুযোগে দলে আসছেন পেসার প্রাসিধ কৃষ্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d