বিসিএস প্রস্তুতির বইপত্র নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শামীমা, চার দিন পর ফিরলেন লাশ হয়ে
শ্বশুরবাড়িতে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ ছিল শামীমা খাতুনের। অতিষ্ঠ হয়ে বাবার বাড়ি চলে আসেন তিনি। স্বামীর অনুরোধে আবার ফিরে যান শ্বশুরবাড়ি। স্থায়ীভাবে থাকতে সঙ্গে নেন বিসিএস প্রস্তুতির বইপত্রসহ অন্য জিনিসপত্র। চার দিন পর আবারও বাবার বাড়ি ফিরেছেন শামীমা; তবে লাশ হয়ে।
গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের কুঠিপাইকপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে শামীমা খাতুনের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আলমডাঙ্গার ডাউকি গ্রামের মো. তান্নু মুন্সির মেয়ে। লাশ উদ্ধারের সময় শামীমার সারা শরীরে নির্যাতনের চিহ্ন দেখা যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল রাতে ডাউকি গ্রামে তাঁর দাফন করা হয়েছে।