আন্তর্জাতিক

ভিসানীতি কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এছাড়া স্বল্প দক্ষ কর্মীদের ব্যাপারেও ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটি। আগামী দুই বছরের মধ্যে অভিবাসী সংখ্যা কমিয়ে আনতে সোমবার এমন ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নতুন নীতি অনুযায়ী- আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষায় (আইএলটিএস) বর্তমানের তুলনায় আরও অধিক রেটিং অর্জন করতে হবে। এছাড়া প্রথমবার ভিসা আবেদন বাতিল হলে দ্বিতীয়বার আবেদন করলে আরও বেশি যাচাই-বাছাই করা হবে।

এছাড়া উচ্চ দক্ষ কর্মীদের জন্য একটি নতুন বিশেষজ্ঞ ভিসা চালু করবে অস্ট্রেলিয়া, যা প্রক্রিয়াকরণের সময় লাগবে মাত্র এক সপ্তাহ। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা সহজেই দক্ষ অভিবাসীদের নিয়োগ করতে পারবেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল এক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘এই কৌশল আমাদের দেশে অভিবাসী গ্রহণের পরিমাণকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনবে। এটি কেবল অভিবাসীর সংখ্যা, বা আমাদের দেশে বর্তমানে অভিবাসীদের কারণে কী সমস্যার মুখোমুখি হচ্ছে সে বিষয়ে নয়। এটা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের প্রশ্ন।’

এর আগে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছিলেন, অস্ট্রেলিয়ায় অভিবাসীদের সংখ্যাকে সহনীয় মাত্রায় নামিয়ে আনা প্রয়োজন। দেশের অভিবাসন ব্যবস্থাকে ভঙ্গুর বলে আখ্যা দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d