মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বলেন, আজ একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছিল। শেষের দিকে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে আমরা এসে বিষয়টি সমাধান করে দিয়েছি। এ ঘটনায় একজন আহত হয়েছে বলেও জানান মায়মুন উদ্দিন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।