মহালছড়িতে টানা বর্ষণে সড়কে ফাটল
টানা বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি আঞ্চলিক সড়কের কিছু অংশ দেবে গেছে। টানা বৃষ্টিতে মহালছড়ি-গুইমারা সড়কের কাটাটিলা নামক এলাকায় সড়কটি দেবে যায়।
পানিতে নিচের মাটি সরে গিয়ে সড়কটি দেবে যায় বলে জানা গেছে।
ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগ সড়কটির সংস্কার কাজ শুরু করেছে। মঙ্গলবার(২ জুলাই) দুপুর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
মহালছড়ির উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম বলেন, প্রবল বর্ষণের কারণে সড়কটি দেবে গিয়ে ফাটল ধরেছে। সড়ক ও জনপদ বিভাগ সড়কটি মেরামতের কাজ করছে। আশাকরি রাতের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা যাবে।
সড়কটি মূলত মহালছড়ি উপজেলার সাথে গুইমারা উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগে ব্যবহৃত হয়।